ঢাকাWednesday , 7 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে ঝিকরগাছায় শিক্ষার্থী নির্যাতনের দায়ে প্রধান শিক্ষক নাসিরের বদলী

Mahamudul Hasan Babu
May 7, 2025 1:20 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালী গ্রামের মনিরুল ইসলাম ও আমেনা বেগম দম্পতির ১১বছরের কন্যা এবং নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মারপিট সহ লাথি মারার করণে অবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনকে উক্ত প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে। যেটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলমের স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে প্রকাশ পেয়েছে। গত ০৫ মে’র অফিষ আদেশের মাধ্যমে জানা যায়, ৩৮.০১.৪১০০.০০০.০৪.০১৪.২৪-৯১০নং-স্মারকে ঝিকরগাছার নওয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চঃ দাঃ) মোঃ নাসির উদ্দিরে অশোভন ও অনৈতিক কর্মকান্ডের দায়ে তার বিরুদ্ধে অভিযোগসহ তদন্ত প্রতিবেদন পাওয়া যায়। বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ এর ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন ও শৃঙ্খলাজনিত কারণে একই জেলার বাঘারপাড়া উপজেলায় আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পার্শ্বে উল্লিখিত বিদ্যালয়ে বদলি করা হয়েছে। যেটা প্রশাসনিক কারণে এ আদেশ জারি করা হয়েছে। তিনি আগামী ০৮/০৫/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১২/০৫/২০২৫ খ্রিঃ তারিখ হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গন্য হবে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বুধবার প্রতিদিনের ন্যায় নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চল ছিলো। প্রধান শিক্ষক নাসির উদ্দিন পঞ্চম শ্রেণির অংক ক্লাস নেওয়ার জন্য ক্লাসরুমে উপস্থিত হয়ে সকল শিক্ষার্থীদেরকে দুইটা অংক করতে দেন। একটি মেয়ের দুইটা অংকই ভূল হয়। এরপর প্রধান শিক্ষক নাসির উদ্দিনের মাথায় রাগ চেপে বসে। এ থেকে ঐ মেয়েকে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে হাত দিয়ে এলোপাথাড়ী চড়-থাপ্পড় মারতে থাকেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক তার রাগ চেক দিতে না পেরে শিক্ষার্থীকে ক্লাস রুমের ভিতর থেকে জামা ধরে টানতে টানতে সামনে আনতে থাকে। এমন সময় বেঞ্চির একটি কোনা লেগে শিক্ষার্থী মাটিতে পড়ে গেলে তার উপর আঘাত করতে থাকে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী শ্রেণি কক্ষে প্রসাব করে দিয়েও রক্ষা পাননি। তারপর স্বার্থপর প্রধান শিক্ষক নাসির উদ্দিন তাকে পরপর দুটো লাথি মারেন। এরপর শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পড়লে তাকে কাউ কে কোন কিছু না বলা শর্তে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে শিক্ষার্থী অসুস্থ হয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস বলেন, ঘটনার বিষয়ে আমি জানামাত্রই পদক্ষেপ গ্রহণ করেছি। আমার এখন থেকে তদন্ত কমিটির মধ্যমে তদন্ত কমিটি করে তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারকে প্রেরণ করেছিলাম। বিষয়টি আমলে নিয়ে স্যার তাকে একই জেলার শেষ প্রান্তে বদলি করেছেন।