ঢাকাThursday , 8 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে অবৈধ প্রবেশের সময় ১০ বাংলাদেশি আটক

Mahamudul Hasan Babu
May 8, 2025 1:41 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতে থেকে অবৈধভাবে দেশে ফেরত আসার সময় বাংলাদেশি ১০ জন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার (০৮ মে) বিকালে বিষয়টি  নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপাসার বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে থাকাকালীন ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশকালে ১০ জন ব্যক্তিকে আটক করে। মূলত জীবিকার সন্ধানে বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন তারা। সেখানে বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল রাতে তাদেরকে বাংলাদেশের ঠাকুরগাঁও হরিপুর সীমান্ত এলাকা দিয়ে পুশব্যাক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রানাথপুর গ্রামের বিষেন এর ছেলে সমেজ (২২), দিনাজপুর জেলার সেতাবগঞ্জ নারল গ্রামের মো. হাবিল উদ্দিনের ছেলে মো. জসীম উদ্দীন (২৫), একই জেলার বিরল উপজেলার মানিকপাড়া গ্রামের মফিজ উদ্দিন ছেলে মো. সোহেল (২৯), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের প্রয়াত মেহমার আলির ছেলে মো. মুসলিম আলি (২৫), একই উপজেলার হাটমাদবপুর গ্রামের প্রয়াত নিল কমলের ছেলে স্বপন চন্দ্র মরকার (২০), দিনাজপুর সদর উপজেলার ভাবির মোড় মাহেরপুর এলাকার আফজাল হোসেন, বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রমের ছেলে নয়ন চন্দ্রময় (২৪), একই উপজেলার রামস্পর গ্রামের মৃত মেনে চন্দ্রের ছেলে পরিবেশ চন্দ্র (২০), দিনাজপুর সদর উপজেলার বানায়া ডাংগার সাংসবুদিম্বা গ্রামের মৃত মহিল উদ্দিনের ছেলে মো. তমিজ উদ্দিন (৫০) ও বিরল উপজেলার আচসেরা গ্রামের শেখ মোজাম্মেল হকের ছেলে সালমান (৫০)।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, আটককৃত ১০ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে।