দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে । বুধবার সন্ধ্যায় আবুনুর চৌধুরীর মিল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীগণ তাদের মতামত প্রকাশ করেন।
পরে সাধারণ ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
খুশি বস্ত্রালয়ের সত্তাধিকারী খুরশেদ আলমকে সভাপতি ও চাঁদনী ক্লথ স্টোরের সত্তাধিকারী মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক মানিক,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক,মৌচাক হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিক শরিফ হোসেন সরকার প্রমুখ।