জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সরোয়ার বেপারী (৩৫) নামে এক সরকারি কলেজের পিয়ন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (৮ মে) রাতে জেলার রাজৈর উপজেলার শাখারপাড়-কবিরাজপুর আঞ্চলিক সড়কের কবিরাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সরোয়ার মাদারীপুর সদর উপজেলার ডিসি ব্রিজ ১নং শকুনি এলাকার আব্দুল কাদের বেপারীর ছেলে। তিনি মাদারীপুর সরকারি কলেজের পিয়ন ছিলেন। আহত জসিম শিকদার (৩৫) মাদারীপুর ডিসি ব্রিজ এলাকার শিকদারের ছেলে ও মাদারীপুর আদালতের আইনজীবী সহকারী (মোহরী)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে কবিরাজপুর যাচ্ছিলেন সরোয়ার। এসময় ৩ টি মোটরসাইকেলে তারা মোট ৬ জন ছিলেন। পথিমধ্যে শাখারপাড় ব্রিজ পার হয়ে একটি মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ারের মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে সে ও তার সঙ্গে থাকা জসিম গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত জসিমকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার এসআই মো. এনায়েত করিম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি রাজৈর হাসপাতাল থেকে।