এম, এ কুদ্দুস বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের বোর্ডহাটে শিবপুর-রানীপুকুর ঈদগাহ মাঠ এর মিনার ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
শনিবার (১০ মে) সকালে মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমেদ্বীন দিনাজপুর লালবাগ ০২নং জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মোঃ আতিকুর রহমান বিন বর্ধমানী।
ঈদগাহ মাঠের সভাপতি মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক আলহাজ্ব মোঃ ইব্রাহীম মিয়া, ঈদগাহ মাঠের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ বেলাল হোসেন মন্ডল, মাওলানা মোঃ উসমান গণি, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মহসিন আলী, অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মুক্তার হোসাইন, ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, কোষাধ্যক্ষ ওবাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান বকুল, সহ-সাধারণ সম্পাদক এএসএম ইকরামুল হক, প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
ভিত্তি প্রস্থর অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আলহাজ্ব হাফেজ মোঃ আতিকুর রহমান বিন বর্ধমানী।