মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:সারাদেশের ন্যায় রংপুরের পীরগঞ্জে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাসস্টান্ড থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমুহ প্রদক্ষিন করে। শেষে প্রেস ক্লাব চত্তরে এসে মিছিলটি শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মোজাহিদুল,নাহিদ,রিজু,জাকারিয়া ও সিফাত প্রমুখ। উপস্থিত ছিলেন এনসিপি’র সংগঠক রাকিব,নাহিদ,স্বপন ও মোতাছিম বিল্লাহসহ আরো অনেকে । বক্তারা তাদের বক্তব্য জানান আওয়ামীলীগ নিষিদ্ধ না করলে পরবর্তীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে ঘোষনা দেন।