পঞ্চগড় প্রতিনিধি:মাটি শোধন করে ফলন বৃদ্ধির সেরা সমাধান এই শ্লোগানে পঞ্চগড়ের বোদা উপজেলায় ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কীটনাশক পন্য বাায়োলিডের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার পাঁচপীর ইউনিয়নের বাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরোমন ইন্ড্রাট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং বিভাগের পরিচালক কে এম মনোয়ার হোসেন। এসময় কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার শাহিন আক্তার, পঞ্চগড়ে কোম্পানিটির স্থানীয় মার্কেটিং অফিসার শাহ আলম, স্থানীয় মার্কেটিং অফিসার জাহাঙ্গীর আলম ও বোদা উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো রাখিবুল ইসলাম, ফেরোমন ইন্ড্রাট্রি লিমিটেডের বিক্রয় প্রতিনিধি রবিউল ইসলাম রায়হান প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পাঁচপীর ইউনিয়নের বাকপুর ও আশপাশের এলাকার কৃষকেরা মাঠ দিবসে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের শুরুতে কৃষকদের নিয়ে মাঠে সরেজমিনে যান অতিথিরা। মাঠে গিয়ে মাটি শোধনকারী কীটনাশক বায়োলিড ব্যবহার করা বোরো ধানের জমি ও অব্যবহৃত বোরো ধানের জমি পরির্দশন করেন। এসময় বায়োলিড ব্যবহৃত বোরো ধানের ফলন ও গাছের বৃদ্ধি, চারার সংখ্যা বৃদ্ধি, ধানের শীষ ও ফসলের গুনগত চেহারা ও মান এবং বায়োলিড ব্যবহার না করা জমির বোরো ধান, ধানের শীষ, ফসলের গুনগত চেহারা ও মানের পার্থক্য কৃষকদের দেখানো হয়। এতে বায়োলিড ব্যবহারে উচ্চ ফলন সহ ফসলের গুনগত চেহারা ও মানের প্রমান পান চাষিরা। এসময় কোম্পানিটির বায়োলিড কীটনাশক কৃষকদের মাঝে ব্যাপক ছড়িয়ে দিতে অনুরোধ করে চাষীরা।
পরে বাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠ দিবসে কৃষক সহ অতিথিরা বক্তব্য রাখেন।
এসময় কৃষকরো বায়োলিড ব্যবহারের উপকারীতা ও ফসলে কিভাবে কীটনাশকটি আরো ব্যবহার করা যায় তা নিয়ে প্রধান অতিথি ও ফেরোমন ইন্ড্রাট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং বিভাগের পরিচালক কে এম মনোয়ার হোসেনকে প্রশ্ন করেন।
এসময় তিনি কৃষকদের প্রশ্নের জবাবে বলেন, জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা কমে। ডলো চুন ব্যবহারে জমির অম্লতা দুর হলেও ক্ষতিকর জীবানু ধ্বংসে উপকারী জীবানু ব্যবহারের প্রয়োজন। এক্ষেত্রে সহজ সমাধান হলো বায়োলিড ব্যবহার করা। এতে জমির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি জমি শোধন হবে। ফলন বৃদ্ধি পাবে। কৃষক লাভবান হবেন। এছাড়া বায়োলিড প্রতিটি ফসলের বীজ শোধনের ক্ষেত্রে ব্যবহার করলে আরো উপকার পাবেন কৃষক। ফসলের বীজের গুনগত মান বাড়লে এবং ফসল রোগ বালাই মুক্ত হবে।
পরে মাঠ দিবসে অংশ নেয়া ৪৫ জন কৃষকের মাঝে লটারি করে নির্বাচিত তিনজন কৃষককে, চার্জার স্প্রে মেশিন, ছাতা সহ উপহার সামগ্রী তুলে দেন মাঠ দিবসের প্রধান অতিথি ও ফেরোমন ইন্ড্রাট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং বিভাগের পরিচালক কে এম মনোয়ার হোসেন।