এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বিরলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, গাইনি কনসালটেন্ট ডা. আহমদ শরীফ রুশো। স্বাগত বক্তব্য রাখেন ইনডোর নার্সিং ইনচার্জ লিলুফা ইয়াসমিন।