এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে সীমান্ত পারাপারের সময় ১ ব্যক্তিকে আটক করেছে বোর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তি ঠাকুুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার কামারপুকুর গ্রামের আলীমুল্লাহ এর ছেলে কাসেম আলী (৬৭)।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পক্ষ থেকে জানায়, ১২ মে সোমবার ভোর সাড়ে ৫ টার সময় আটক ব্যক্তি কাসেম আলী উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র ধর্মজান বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার নং ৩২০ এর ৯এস এর নিকট দিয়ে ভারত হতে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশের অভ্যন্তরে টিকারপাড়া নামক স্থানে বিজিবি তাকে আটক করে। আটক ব্যক্তি কাসেম আলীকে বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।