ঢাকাMonday , 12 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে তরুণদের নিয়ে জেন্ডার স্টেরিওটাইপ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 12, 2025 2:47 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের সদর উপজেলার তরুণদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো জেন্ডার স্টেরিওটাইপ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা। শনিবার জেলা শহরের একটি রেস্টুরেন্টে এই কর্মশালায় আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী। Plan International, kingdom of Netherlands  ও JAAGO Foundation-এর সহায়তায় চলমান ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় ১৮ থেকে ২৪ বছরের ৩০ জন ছাত্র ছাত্রী অংশ নেন। প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীরা সমাজে বিদ্যমান লিঙ্গভিত্তিক ভ্রান্ত ধারণা, সামাজিক আচরণে বৈষম্যের প্রভাব, এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে গভীরভাবে আলোচনা করেন। পাশাপাশি, তারা কীভাবে নিজেদের অঞ্চল বা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য লবিং এবং অ্যাডভোকেসির মাধ্যমে কাজ করতে পারেন, সে বিষয়েও হাতে-কলমে ধারণা দেয়া হয়। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি ও প্রশিক্ষক বাবলুর রশিদ বাবলু।