ঢাকাMonday , 12 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় কৃষি জমিতে পুকুর খনন করায় গুনতে হলো জরিমানা

Mahamudul Hasan Babu
May 12, 2025 3:12 pm
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে জমির মালিকে
 মো. আজাদ মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান এ জরিমানা করেন।
মোঃ আজাদ মোল্লা উপজেলার বাঙ্গালকলসী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান জানান, নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন চলছে প্রায়ই এমন খবর আসে।
বিকেলে নলডাঙ্গা উপজেলা বাঙ্গাল কলসী বিলে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননকালে জমির মালিকে
মো.আজাদ মোল্লাকে (৪৮) আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ভেক্যুর চালক না থাকায় ভেক্যুর ২টি ব্যাটারী জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান বলেন,  ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের সুযোগ নেই। কেউ তথ্য গোপন করে পুকুর খনন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের সুযোগ নেই।
নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ রেদুয়ানুল হালিম বলেন,  অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।