ঢাকাMonday , 12 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নানা বাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের শিশু লুসাইবার মৃত্যু

Mahamudul Hasan Babu
May 12, 2025 3:14 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : নানা বাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু লুসাইবা (৩) নিজ বাড়ীতে ফিরলো লাশ হয়ে। যশোর ঝিকরগাছা বাজারে আজ সোমবার (১২ মে) সকালে রাস্তা পার হয়ে নানা আব্দুল খালেকের দোকানে নানীর হাত ধরে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী মোটর সাইকেল দুর্ঘটনায় শিশু লুসাইবা গুরুতর আহত হয়। সাথে সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত শিশু লুসাইবা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মওদুদ আহমেদ শুভ’র একমাত্র শিশু সন্তান ও ধলা গ্রামের রুহুল আমিন কালু মেম্বরের নাতি ছেলে।
ধলা গ্রামের কালু মেম্বর ও স্থানীয়রা জানান, লুসাইবা ১৫ দিন আগে নানা বাড়িতে বেড়াতে যায়। আজ সোমবার সকালে নানীর সাথে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় নানী ও নাতি দুর্ঘটনায় পড়ে। এসময় নাতি লুসাইবা গুরুতর জখম হলে সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় লুসাইবা মারা যায়।