মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাস্তবায়নে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাটচাষীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন এবং পাট চাষে প্রশিক্ষণের গুরুত্ব, পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ব্যাপক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান আলী’র সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে ধারাবাহিকভাবে উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ- উন্নত প্রযুক্তির মাধ্যমে রবি-১ পাট চাষ পদ্ধতি ( বীজ সংগ্রহ, জমি নির্বাচন ও জমি তৈরী, বীজ বপন, আন্ত: পরিচর্যা, সার ও বালাইনাশক প্রয়োগ ইত্যাদি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ী পঞ্চগড়ের উপ পরিচালক মোঃ আব্দুল মতিন -পাট কর্তন, পাট পচন এবং রিবোনারের ব্যবহার( রিবোন রেটিং পদ্ধতির প্রয়োগ ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ), পাট অধিদপ্তর পঞ্চগড় জেলার পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার -পাট সংরক্ষণ ও বাজারজাতকরণ ভেজা পাট সংরক্ষণ ও বিপণনের কুফল) এবং অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ- উন্নত পদ্ধতিতে রবি-১ জাতের পাট বীজ উৎপাদন ( সঠিক সময়ে পাটবীজ কর্তন, মাড়াই-ঝাড়াই,শুকনো) করণীয় সম্পর্কে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন ২০১০ মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া প্রশিক্ষণে চাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট উৎপাদন করে পাটের হারোনো ঐতিহ্য পুনরুদ্ধার করার আহবান জানানো হয়। উপজেলার ৬ ইউনিয়নের ৭৫ জন পাট চাষী এ প্রশিক্ষণ গ্রহণ করেন।