ঢাকাTuesday , 13 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর জেলা সদর হাসপাতালে দুদুক এর অভিযান

Mahamudul Hasan Babu
May 13, 2025 12:14 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর জেলা সদর হাসপাতালে দরপত্রসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ থাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১১ টায় সিভিল সার্জন অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ক্ষতিয়ে দেখছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর হাসপাতালে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা রয়েছে। এছাড়াও একই ব্যক্তিকে বারবার ওষুধ সরবরাহের ঠিকাদারি হিসেবে নিয়োগ দেওয়া ও একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে খাবারের টেন্ডার দিয়ে থাকে। বিভিন্ন ধরনের নথি যাচাই-বাছাই ও রোগীর সঙ্গে কথা বলেন ।
 সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, একই ব্যক্তি বারবার ঔষধ সরবরাহের কাজ পায়। অপরদিকে হসপিটালের খাবারের টেন্ডার একই প্রতিষ্ঠান বারবার পায়। বিষয় দুটি আমাদের কাছে অসংগতি মনে হয়েছে। আমরা এই সংক্রান্ত নথি জব্দ করে যাচাই-বাছাইয়ের পরে পরবর্তী সিদ্ধান্ত নিব।