মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ চিকিৎসার জন্য ভারনে অবস্থান করলেও সাংবাদিক এর নামে মামলা হয়েছে। সমকাল এর সাংবাদিক মাজহারুল আলম মিলন চিকিৎসা জনিত কারণে ১০ জুলাই থেকে ২০ শে জুলাই পর্যন্ত ভারতে অবস্থান করলেও তার নামে রংপুর কোতয়ালী থানায় ওই গায়েবী মামলা দায়ের হয়। সমকাল এর পীরগঞ্জ প্রতিনিধি ১৯ জুলাই তারিখের ঘটনা উল্লেখ করে রংপুরের কোতোয়ালি থানায় তার নামে গত ৯ মে মামলা নং-৯/১২২ রুজু করা হয়েছে। রংপুর মুলাটোল এর বাসীন্দা আব্দুল মাজেদ এর ছেলে রমজান আলী বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় ওই মামলা দায়ের করেন। এতে সাবেক বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী, জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরীসহ রংপুরের কয়েকটি থানার আওয়ামীলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মি ১৫২ জনকে আসামী করা হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। উল্লেখ্য,মাজহারুল আলম মিলনকে আওয়ামীলীগ নেতা দেখানো হলেও প্রকৃতপক্ষে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের কোন পদেই তার নাম ছিল না। তিনি টানা সাড়ে ৯ বছর পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ প্রসঙ্গে মাজহারুল আলম মিলন জানান,ব্যক্তি স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে।