ঢাকাTuesday , 13 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

Mahamudul Hasan Babu
May 13, 2025 12:55 pm
Link Copied!

রূপসা প্রতিনিধিঃ রূপসায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) শীর্ষক আওতায় মূল্যায়ন সভা গতকাল ১৩ মে মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য ও কী নোট উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। এ সময়ে তিনি বলেন, ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি ব্যবহার ও পতিত জমি চাষের আওতায় আনার মাধ্যমে ফসলের নিবিড়তা ১৭০ থেকে ১৭৫ উন্নীত করণসহ সঠিক পানি ব্যবস্থাপনা, মাটির স্বাস্থ্য রক্ষা ও উচ্চ মূল্যের আধুনিক জাতের ফল ও সবজি আবাদ সম্প্রসারণ এবং স্থানীয় অভিঘাত সহনশীল টেকসই জাত সম্প্রসারণ ও অভিযোজনের মাধ্যমে ফসলের বৈচিত্রায়ন সম্ভব হবে। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা।
এসময় বক্তৃতা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুজিৎ মন্ডল, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প মনিটরিং অফিসার ধিমান মজুমদার, রূপসা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, আইচগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াচুর রহমান, বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সাংবাদিক জিএম আসাদুজ্জামান, ইউপি সদস্য শেখ মাসুম, মোঃ সেলিম সরদার, মোঃ গোলাম কিবরিয়া, আলামিন শেখ, অলোক চন্দ্র দাস, মোছা শেখ, নাজমুল হাসান খান, সালাম শেখ, পংকজ শীল, সালাউদ্দিন, রিমেল শেখ, জাহাদির শেখ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সেকেন্দার আলী, মোঃ আলামিন পাইক প্রমূখ।