জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলায় যত্রতত্র বসেছে হাট-বাজার। এতে প্রাণহীন হয়ে পড়ছে সরকার অনুমোদনকৃত হাট-বাজারগুলো। বেশীরভাগ অবৈধ বাজারগুলোতে তোলা হয় ইজারা। অনুমোদিত বাজারগুলো প্রাণহীন হয়ে পড়ায় একদিকে ইজারা মূল্য কমেছে অন্যদিকে অবৈধ বাজারগুলোতে বেআইনীভাবে ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক খাজনা তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। প্রকাশ্যে অবৈধ বাজারগুলো বসলেও কোন ব্যবস্থা নিচ্ছে না জেলা ও উপজেলা প্রশাসন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের উল্লাবাড়ি এলাকায় টেকেরহাট-কদমবাড়ি সড়কের পাশে ২০/২৫ বছর ধরে বাজার বসিয়েছে স্থানীয় ইউপি সদস্য সুখ বাড়ৈ ও তার বড় ভাই সুরেষ বাড়ৈ। মাছ, সবজি, মুদিবাজারসহ একটি বাজারে যে সকল দোকান থাকার কথা তার সবই আছে এই বাজারে। প্রতিদিন সকাল ৬ টা থেকে ৯টা পর্যন্ত চলে এই বাজার। এছাড়া রাস্তার এক পাশে ইউপি সদস্যের পৈত্রিক জমিতে তুলেছেন ২০/২৫টি দোকান। রাস্তার অপর পারে খাল দখল করে আরও ২০/২৫টি দোকান করে তা ভাড়া দিয়ে প্রতি মাসে প্রায় লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দুই ভাই। স্থানীয় ভূমি অফিস থেকে এই বাজারের দূরত্ব মাত্র ২ কিলোমিটার। অথচ ভূমি কর্মকর্তা এই বাজার বা খাল দখল করে দোকান তোলার বিষয়য়ে কিছুই জানে না বলে দাবি করে। এই বাজার থেকে ১কিলো মিটার টেকেরহাটের দিকে আসলেই সেনদিয়া এলাকা। এখানেও উল্লাবাড়ির আদলে বাজার বসিয়েছেন এক স্কুল শিক্ষক তপন চক্রবর্তী। নিজ ঘরের পাশেই এই বাজার করে প্রতিদিন খাজনা তুলছেন তিনি। এই বাজারের কথাও নাকি জানেন না ভূমি অফিস। এই বাজারেও খাল দখল করে দোকান ভাড়ার ব্যবসা করছেন স্থানীয় একাধিক প্রভাবশালী।
ইউপি সদস্য সুখ বাড়ৈর বড় ভাই সুরেষ বাড়ৈ জানান, আগে রাস্তার পাশে দোকানপাট বসতো। পরে বাজারের সুবিধার জন্য আমাদের জমি মাটি দিয়ে ভরাট করে এই বাজার করেছি এলাকার মানুষ ও ব্যবসায়ীদের সুবিধার জন্য। আমরা কারও কাছ থেকে জোড় করে খাজনা তুলি না। যে যা দেয় সেই টাকা নেই। আমরা দীর্ঘদিন এই বাজার পরিচালনা করে আসছি। এই বাজার যদি অবৈধ হয় তাহলে আমরা বন্ধ করে দিব।
উল্লাবাড়ি বাজারের দোকানদাররা জানান, প্রতিদিন নিদৃষ্টহারে খাজনা দিতে হয়। ব্যবসার আকার বিচার করে ২০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত খাজনা দিতে হয়। প্রতিদিনের খাজনা প্রতিদিন দেয়া লাগে। দুই ভাইর যে কোন একজন এসে এই খাজনার টাকা তুলে নেন। রাস্তার পাশে যে দোকানগুলো আছে তার সবই তাদের। সব দোকান ভাড়া দেয়া।
সেনদিয়া বাজারের মালিক স্কুল শিক্ষক তপন চক্রবর্তী জানান, এলাকার মানুষের সুবিধার জন্য আমার জমিতে এই বাজার দিয়েছি। এই বাজারে কোন খাজনা নেয়া হয় না।
স্কুল শিক্ষক খাজনা নেয়ার কথা অস্বীকার করলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানদার জানান, আমাদের প্রতিদিন খাজনা দিতে হয়। খাজনা না দিলে আমাদের এখানে বসতে দেয়া হয় না। মাত্র ২ ঘন্টার জন্য দোকান নিয়ে বসি তার পরও আমাদের ২০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত প্রতিদিন খাজনা দিতে হয়। এই খাজনা বাজারের মালিক তপন চক্রবর্তী নেয়।
খালিয়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এই বাজার সম্পর্কে আমার জানা নেই। বাজারের কারো সাথে আমার যোগাযোগও নেই। তাই এই বিষয়ে আমি কোন কথা বলতে পারবো না।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রাজৈর উপজেলার বিভিন্ন স্থানে এধরণের ছোট ছোট বাজার বসার কথা আমি জানতে পেরেছি। তবে এই বাজারগুলো থেকে খাজনা তোলার কথা আমার জানা নেই। জেলা প্রশাসনের অনুমোতি না নিয়ে কোন বাজার বসালে সে বাজার অবৈধ হবে। কোন বাজার করতে হলে প্রথমে জেলা প্রশাসনের অনুমোতি নিতে হবে। এরপর বাজারের নামে জমি দান করে দিতে হবে। তখন জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন বাজারের জমি পেরিফেরি করবে। এরপর পেরিফেরি অনুযায়ী দোকান বরাদ্দ দেবে। এসকল বাজার প্রতি বছর সরকার ইজারা দেবে। এবং ইজারার টাকা সরকারি কোষাগারে জমা হবে। আমি রাজৈর উপজেলার অবৈধ বাজারগুলোর বিষয়ে খুব তারাতারি ব্যবস্থা নিব।