ঢাকাFriday , 16 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

Mahamudul Hasan Babu
May 16, 2025 3:44 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে ১টি ভারতীয় ওয়ান শুটারগান, ৫২ রাউন্ড গুলি ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে ।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকার কবরস্থানে একটি ডাকাত দল নাশকতা ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এসময় মেজর ফজলে রাব্বির নেতৃত্বে সেনা সদস্যদের একটি টহল দল সেখানে অভিযানে যায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি ভারতীয় ওয়ান শুটার, ৩৩ রাউন্ড ০.২২ মিমি গুলি, ৭ রাউন্ড ১২ গেজ গুলি এবং ১৮টি ব্যবহৃত ১২ গেজ গুলির খোসা উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা রয়েছে । এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।