আমিরুল ইসলাম অল্ডাম গাংনী উপজেলা শহরের তিনটি মসজিদে জুমার নামাজের সময় মসজিদ চত্বর থেকে ৫টি মোটরসাইকেল চু-রি-র ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে গাংনী উপজেলার শহরের সন্ধানী স্কুলপাড়া জামে মসজিদ ও শহরের উত্তরপাড়া জামে মসজিদ এবং গাংনী উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে এই চু-রি-র ঘটনা ঘটে। মুসল্লিরা নামাজ আদায়ে মসজিদে অবস্থানকালে চাের চক্র এই সুযোগে মোটরসাইকেলগুলো নিয়ে পা-লি-য়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো মুসল্লিরা শুক্রবার নামাজ আদায়ের জন্য মসজিদে যান। কিন্তু নামাজ শেষে তারা বেরিয়ে এসে দেখেন, পার্কিংয়ে রাখা মোটরসাইকেলগুলো নেই।