ঢাকাSaturday , 17 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে ডরপের উদ্যোগে খাউলিয়া ইউনিয়নে প্রাক বাজেট সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 17, 2025 2:19 pm
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রাক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম।
সভাটি আয়োজন করে ডরপ (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুওর) এবং সহযোগিতা করে হেলভেটাস বাংলাদেশ।

সভায় মাঠ পর্যায় থেকে প্রাপ্ত খসড়া বাজেট উপস্থাপন করেন ইউপি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
প্রাক বাজেট সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
আলোচনায় অংশ নিয়ে বাজেট সংক্রান্ত বিভিন্ন সুপারিশ ও মতামত প্রদান করেন—

ইউপি সদস্য মাসুম মুন্সী

সিনিয়র শিক্ষক মিজানুর রহমান

উপজেলা যুব গ্রুপ সভাপতি ও সাংবাদিক শেফালী আক্তার রাখি

ইউপি সদস্য নাসির হাওলাদার

ইউপি সদস্য গোলাম মোস্তফা

এবং আরও অনেক সচেতন নাগরিক।

সভাটি সঞ্চালনা করেন ডরপ-এর সিডিও (কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার) আরিফুল ইসলাম।