ঢাকাSunday , 18 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকের ঘরে রহস্যজনক অগ্নিকাণ্ড, পূর্ব শত্রুতার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

Mahamudul Hasan Babu
May 18, 2025 10:52 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:  রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের উজিয়াল গ্রামে মাদ্রাসা শিক্ষক তোসাদ্দেক হোসেনের বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে, যাতে তার তিনটি টিনশেড ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত শিক্ষক তোসাদ্দেক হোসেন জানান, এই আগুন লাগানোর পেছনে তার আপন ভাই ও স্থানীয় বিএনপি নেতা আবু তালেব রিজু জড়িত থাকতে পারেন। তিনি দাবি করেন, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তাদের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। অতীতে এই বিরোধের জেরে রিজু তার একটি পা ভেঙে দেন। ওই ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হন এবং মামলার রায় তার পক্ষে আসে। এরপর থেকে রিজু আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তোসাদ্দেক আরও জানান, নিরাপত্তার অভাবে তিনি নিজ গ্রাম ছেড়ে প্রথমে তারাগঞ্জ উপজেলায় এবং পরে সৈয়দপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ঘটনার রাতে তিনি ঘরে ছিলেন না, তবে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে বলে ধারণা করছেন তিনি।
এলাকাবাসীরা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ভালো ছিল না। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারা এটিকে পরিকল্পিত ঘটনা বলেও আশঙ্কা প্রকাশ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে তোসাদ্দেক হোসেন জানান, তিনি তারাগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।