ঢাকাThursday , 3 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা ও ডিও (চাল) বিতরণ

Mahamudul Hasan Babu
October 3, 2024 5:35 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ওই সভা ও ডি ও (চাল) বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শানেরহাট ইউনিয়নের বড়পাহাড়পুর মহেন্দ্রবাড়ী পুজা মন্ডবের সভাপতি বিনয় চন্দ্র মহন্ত, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন চন্দ্র মহন্ত, সভাপতি সুধীর চন্দ্র রায়, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা, পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ রতন শর্মা, পীরগঞ্জ থানার ওসি তদন্ত নজির হোসেন, উপজেলা জামায়তের আমীর মওলানা বেলাল হোসেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, রংপুর জেলা জামায়াতের সদস্য মওলানা নুরুল আমীন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। জানা গেছে, এবারে পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ৯৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার সরকারীভাবে ৯৭ টি মন্ডপে ৫শত কেজি করে চাল এবং ১০ হাজার করে টাকা প্রদান করা হয়। সভায় পীরগঞ্জের সবগুলো পুজা মন্ডপের সভাপতি/ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি চেয়ারম্যানগণ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা পীরগঞ্জে শান্তিপুর্ণ ভাবে পুজা উদযাপনের ব্যাপারে যে কোন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সতর্ক থাকাসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।