ঢাকাMonday , 19 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হলো ৩ দিনব্যাপী কৃষি মেলা

Mahamudul Hasan Babu
May 19, 2025 4:36 pm
Link Copied!

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি মেলা। সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ডল্টন রায় এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন।

এবারের কৃষি মেলায় উপজেলা কৃষি দপ্তরসহ মোট ১১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তারা নিজস্বভাবে উৎপাদিত ফল, ফসল ও কৃষিপণ্য দিয়ে বিভিন্ন স্টল সাজিয়েছে। কৃষির উন্নয়ন ও প্রযুক্তি প্রসারে মেলাটি স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। **ছবি সংযুক্ত আছে।