ঢাকাTuesday , 20 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে নবাগত ইউএনও আনোয়ার হোসেন মহোদয়ের সাথে জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 20, 2025 6:15 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন মহোদয়ের সাথে জন প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দ নিজ নিজ নাম ও কর্মক্ষেত্র ও পদ পদবী তুলে ধরে পরিচয় প্রদান করেন।
অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনসুর রহমান, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাংনী উপজেলা শাখার সাবেক সভাপতি ও মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক, বামন্দী ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আওয়াল , রাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য কালু,জেলা আহ্বায়ক কমিটির সদস্য নাসিরউদ্দীন, মেহেরপুর জেলা যুবদলের সেক্রেটারী কাউছার আলী,, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, বিভিন্ন ্ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানীসহ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি সেক্রেটারী, ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারীসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণমাধ্যম কর্মীরা মতবিনিময় ও পরিচিতি সভায় অংশগ্রহন করেন।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক এর সঞ্চালণায় মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দের নিকট নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের প্রত্যাশা ও গাংনীর সার্বিক উন্নয়ন তথা শিক্ষা , স্বাস্থ্য, কৃষি ও আইন শৃঙ্খলা রক্ষায় ভুমিকা নিয়ে মতবিনিময় করেন।
পরিশেষে নবাগত ইউএনও আনোয়ার হোসেন সকলের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন তার উপর ন্যায্য দায়িত্ব যথাযথভাবে বাস্ত¡বায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তবে তিনি সকল উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন।