ঢাকাWednesday , 21 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

Mahamudul Hasan Babu
May 21, 2025 12:01 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় বুধবার (২১ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি -দুপ্রক আটোয়ারী। ফাইনাল রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আর রানাসর্ আপ হন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন। আটোয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক মুশফিকা রেজা শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার লাভ করেন। এছাড়া অন্যান্য অংশগ্রহণকারী দলগুলোকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা। বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম, দুপ্রক সদস্য মোঃ তৈমুর রহমান ও মোছাঃ রুমি আক্তার চৌধুরী। এসময় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সাথে সংশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফিজুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।