ঢাকাWednesday , 21 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে ঝড়ে গাছ ভেঙে পড়ল দিনমজুরের একমাত্র ঘর 

Mahamudul Hasan Babu
May 21, 2025 12:24 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বাড়াপুর গ্রামে মঙ্গলবার রাতে ঝড়ে সরকারি রাস্তায় দাঁড়ানো একটি ইউক্যালিপটাস গাছ উপড়ে পড়ে দিনমজুর আকতারুল ইসলামের একমাত্র বসতঘরের ওপর। মুহূর্তেই ঘরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

আকতারুল তার স্ত্রী ও দুই সন্তানসহ ওই ঘরেই বসবাস করতেন। ভাগ্যক্রমে পরিবারটি প্রাণে বেঁচে গেলেও বর্তমানে তারা সম্পূর্ণ আশ্রয়হীন। অসহায় কণ্ঠে আকতারুল বলেন, “আমাদের শেষ সম্বল, একমাত্র ঘরটাই চলে গেল।”

দীর্ঘদিনের কষ্টে বানানো ঘর হারিয়ে দিশেহারা এই দিনমজুরের পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা প্রায় অসম্ভব। এখন তিনি স্থানীয়দের সহানুভূতি ও সরকারি সহায়তার দিকে চেয়ে আছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইবাদত পাইলট ঘটনাস্থল পরিদর্শন করে আকতারুলকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।