আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানীর বাবা আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান(৭৮) ইন্তেকাল করেছেন ।(ইন্না—রাজিউন)।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান স্ত্রী,৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার দিবাগত রাত ২টার দিকে তিনি বার্ধক্য এবং অসুস্থজনিত কারণে জোড়পুকুরিয়া গ্রামের নিজ বাসভবনে মারা যান।
বৃহস্পতিবার দুপুর ২টার সময় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জানাজা শেষে গ্রামের গোরস্থান ময়দানে দাফন করা হয়।
এদিকে,তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।