আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন এর সাথে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ্একইসাথে ইউনিয়ন কমান্ডারগণ রজনীগন্ধার ষ্টিক দিয়ে সম্মানিত করেন। এসময় মুক্তিযোদ্ধা প্রজন্মের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পন করা হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাগণ তাদের পরিচয় তুলে ধরেন।
অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সাথে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা,গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনর রহমান , সোনালী ব্যাংক , গাংনী বাজার শাখার ব্যবস্থাপক তৌহিদুল আলম,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাগণ বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের প্রত্যাশা ও সার্বিক সেবা প্রাপ্তির কথা তুলে ধরেন। এপর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ওরফে গোলাম, হিসাবউদ্দীন, গোলাম মোস্তফা মাষ্টার, ইয়াছিন আলী, বামন্দী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আব্দুল বাকী, আমিরুল ইসলাম ,সোহরাব হোসেন, মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে মরহুম মুক্তিযোদ্ধার স্ত্রী নুরুন্নাহার আক্তার ও মুক্তিযোদ্ধা প্রজন্ম কামরুল ইসলাম প্রমুখ।
এসময় গণমাধ্যম কর্মীরা মতবিনিময় ও পরিচিতি সভায় অংশগ্রহন করেন।
পরিশেষে নবাগত ইউএনও আনোয়ার হোসেন সকলের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। এইসব সূর্য সন্তানদের আত্মত্যাগ কখনও ভুলে যাওয়ার নয়। এদের সম্মান সবার উপরে। মুক্তিযোদ্ধাদের কাছে আমরা সন্তানতুল্য। আমি মুক্তিযোদ্ধাদের কাছে স্যার হয়ে থাকতে চাইনা। আমি আপনাদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে শতভাগ আন্তরিক। উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের মুক্তিযোদ্ধাদের সেবা অগ্রাধিকার ভিত্তিতে করার আশ্বাস প্রদান করেন। তিনি তার উপর ন্যায্য দায়িত্ব যথাযথভাবে বাস্ত¡বায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তবে তিনি সকল উন্নয়ন কর্মকান্ডে মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।