ঢাকাSaturday , 24 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 24, 2025 7:04 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা উপজেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও উপজেলা কৃষি অফিস হলরুমে মাড়েয়া বামনহাট, বেংহারী বনগ্রাম, ময়দানদিঘী ও চন্দনবাড়ী ইউনিয়নের সদস্যগণকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ,কে,এম, ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের ঠাকুরগাঁও উপজেলা কোঅর্ডিনেটর আতিকা ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ইউনিয়ন পরিষদ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও গ্রাম আদালত ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা। স্থানীয় বিচার ব্যবস্থাকে সুদৃঢ় ও টেকসই করার লক্ষ্যে গ্রাম আদালতকে কার্যকর করতে ইউনিয়ন পরিষদকে দক্ষ করে তোলা। তাই প্রকল্পের সহযোগিতায় ইউপি সদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সভায় গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউপি সদস্যদের গ্রাম আদালত সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।