মো. তোফাজ্জল হোসেন, হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন যুবকের স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং শ্যালক বিকাশ কিস্কু (৩৫)। শুক্রবার (২৩ মে) গভীর রাতে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাহা বেসরা (৫৫) ওই গ্রামের সুখন কিস্কুর স্ত্রী। রাতেই অভিযোগ ওঠা দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে জামাই সামিয়েল মার্ডিকে (৩৮) আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার পারিবারিক কলহ চলছিল। এক পর্যায়ে গত মাসে মিনি হাসদা রামপাড়া গ্রামে তার বাবার বাড়িতে চলে আসেন। এতে আরও ক্ষিপ্ত হন সামিয়েল।
পরে শুক্রবার গভীর রাতে তিনি শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি বাহা বেসরাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ সময় মিনি হাসদা এবং বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করেন সামিয়েল। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে সামিয়েল মার্ডিকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।