ঢাকাSaturday , 24 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে কৃষকদের পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 24, 2025 12:50 pm
Link Copied!

বাদশা আলম  শেরপুর (বগুড়া) প্রতিনিধি।। বগুড়ার শেরপুর উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত। ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার  এন্ড রুরাল টান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপেনরসিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার(২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর  উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার ফারজানা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক(উদ্যান) কৃষিবীদ সারমিন আক্তার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা খাতুন, জুলফিকার হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষকদের মধ্যে থেকে সুঘাট পার্টনার স্কুল(গ্যাপ) এর সভাপতি হাফিজুর রহমান, নারী কৃষাণীর মধ্যে  জয়লা আলাদী পার্টনার স্কুলের সেক্রেটারী স্বপ্না খাতুন বক্তব্য রাখেন। এ উপজেলায় ৩৭টি পার্টনার কংগ্রেস স্কুল রয়েছে।
প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক(উদ্যান) কৃষিবীদ সারমিন আক্তার বলেন,“বাংলাদেশের কৃষিকে টেকসই, পুষ্টিকর ও উদ্যোক্তা ভিত্তিক করতে হলে এমন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠপর্যায়ের কৃষকদের অংশগ্রহণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়েই আমাদের কৃষি খাত এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন,“নারী উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণ—এই তিনটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে আমরা গ্রামের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে পারি।”
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তার ফারজানা আকতার বলেন,“মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এই ফিল্ড স্কুল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এটি শুধু কৃষকের নয়, পুরো দেশের জন্যই ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।”
অনুষ্ঠানে বিভিন্ন ফিল্ড স্কুলের কৃষক প্রতিনিধি, কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কংগ্রেসে মাঠ পর্যায়ে বাস্তবায়িত কৃষি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, সফল উদ্যোক্তাদের গঠন করবে। কর্মশালায় কৃষক, সুধীজনসহ ১০০ জন অংশ গ্রহন করেন।