আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফারমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফল ও সবজির জন্য উত্তম কৃষি প্রণয়ন ও বাস্তবায়ন, উচ্চফলনশীল ধারনের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, ধান ব্যতীত অন্যান্য দানাদার শস্য ডাল তেল ও উদ্যান ফসলের মাদ্যমে শস্য বহুমুখীকরণ, অধুনিক সেচ প্রযুক্তি সম্প্রসারণ, কৃষি স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবা সম্প্রসারণ, বীজ প্রত্যয়নের অ্যাক্রিডিটেশন সিস্টেম ও নিরাপদ খাদ্য পরীক্ষা প্রদ্ধতি জোরদারকরণ, নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের উদ্যোগসমূহকে বিকশিত করা, এনএআরএস ভুক্ত প্রতিষ্ঠান সমূহের প্রযুক্তি উদ্ভাবণ ও সম্প্রসারল কার্যক্রমের মূল্যায়ন এবং নির্দিষ্ট কৃষি পণ্যের ভ্যালু চেইন কার্যক্রম জোরদারকরণ র্শীষক আলোচনা হয়।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে শনিবার সকাল থেকে সারাদিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরের উপজেলা প্রশাসন স্কুল মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সরকার যে প্রকল্প দেয়, মানেই ভালো উদ্দেশ্যেই দেয় এবং সেই ভালো উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয়। আমরা সবাই সেটা বাস্তবায়ন করবো। আগের স্যার এভাবে করতো আর আমরা এ ভাবে করি এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের আগের ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। যেটা সঠিক আমরা সেই দিকে যাবো এবং কাজ করবো।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফারমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ সাজ্জাত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার নুরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার রাকিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান, উপজেলার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক ঝরনা খাতুন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সগ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য এমআর মাসুদ, তারেক মোহাম্মদ, আফজাল হোসেন চাঁদ, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি আখি খাতুন, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, মহাদেব কুমার দাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ।