ঢাকাFriday , 4 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
October 4, 2024 3:32 pm
Link Copied!

মো. তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সালাউদ্দিন হত্যা মামলার অজ্ঞাত আসামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর শহরের বিজয় চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রামের মৃত. মসলেম উদ্দীনের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আশরাফুল ইসলাম জানান, ২০১৪ সালে ৫ জানুয়ারী দুই কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৯ সেপ্টেম্বর থানায় মামলা হয়। সে মামলায় তদন্তপ্রাপ্ত আসামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান,
শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।