আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর (৭৬)বার্ধক্যজনিত কারনে আজ শনিবার তার নিজ বাড়ি গাংনী পৌর শহরের চৌগাছা ভিটাপাড়া গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্না.. রাজেউন) । শনিবার ভোর বেলায় তিনি অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর একই উপজেলার গোপালনগর গ্রামের মৃত রিয়াজউদ্দীন সেখের ছেলে।বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরকে আজ শনিবার বাদ আসর চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাস্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ১ম স্ত্রীর (মরহুমা) ৪ ছেলে ও ১ মেয়ে ও ২য় স্ত্রীর ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গ্রণগ্রাহী ও সহযোদ্ধা এবং আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার নবাগত আনোয়ার হেসেন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শামসুল আলম সোনাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানাযার আগে গার্ড অব অনারসহ মরহুমের কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় এবং রাস্ট্রেীয় মর্যাদায় পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, মুক্তিযোদ্ধা কমান্ডে সাবেক কমন্ডার শামসুল আলম সোনাসহ সহযোদ্ধা মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তান সন্ততি এবং নিকটাত্মীয়সহ অসংখ্য গুনগাহী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, আমরা এদেশের একজন মুক্তিযোদ্ধা একজন স্বাধীনতা যুদ্ধের সূর্যসন্তানকে হারালাম। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। গাংনী থানার একদল প্রশিক্ষিত পুলিশ সদস্য গার্ড অব অনার প্রদান করেন।