এম, এ কুদ্দুস বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে অবৈধভাবে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বোর্ডার গার্ড বাংলাদেশ ৪২ বিজিবি।
আজ ৪ অক্টোবর শুক্রবার ভোর ৫টায় বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপি’র নোনাগ্রাম ৩৩১ / ৪ এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুর্সিদহাট মিলরোড এলাকার শ্রী রামা রায়ের এর ছেলে মেগনেট রায় (২৫), নীলফামারী জেলায় পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।
বিজিবি জানায়, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে আজ ভোর রাতে অবৈধভাবে কিশোরীগঞ্জ বিওপি’র নোনাগ্রাম ৩৩১ /৪ এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন।
খবর পেয়ে কিশেরীগঞ্জ কম্পানীর কম্পানী কমান্ডার নায়েক সাহাদত ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
৪২ বিজিবি এর অধিনায়ক লে: কর্নেল মো: আহসান উল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন ,বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির আওতাধীন বিরল উপজেলাস্থ নোনাগ্রামের সীমান্ত পিলার ৩৩১/৪-এস নিকট বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নীলফামারী ও দিনাজপুর জেলার ২ জনকে আটক করে। আটককৃতদেও দিনাজপুর জেলার বিরল থানায় হস্থান্তর করা হয়েছে।