ঢাকাSaturday , 5 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেবীগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

Mahamudul Hasan Babu
October 5, 2024 7:11 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেবীগঞ্জে একটি র্যালী বের করা হয়। র্যালীটি দেবীগঞ্জ মহিলা কলেজ থেকে বের হয়ে দেবীগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে দেবীগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পঞ্চগড় জেলার জিয়া পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
জিয়া পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি, দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন।
বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সাধারন কাজী কায়েদীই আজম, দপ্তর সম্পাদক নুরে আলম টুটুল, দেবীগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আইয়ুব আলী, সদস্য সচিব আব্দুল গনি বসুনিয়া,
দেবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মুশফিকুর রহমান রাজু, ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারন সম্পাদক তুহিন বসুনিয়া।
আলোচনা সভায় দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক, শিক্ষিকা, প্রভাষক, অধ্যাপকরা উপস্থিত ছিলেন।