ঢাকাSaturday , 5 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Mahamudul Hasan Babu
October 5, 2024 9:43 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস -২০২৪ পালন করা হয়েছে। ‘ শিক্ষকের ক›ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব শিক্ষকক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কজেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আলোচণা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নূর, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পুলিশ পরিদর্শক আব্দুল আলিম , উপজেলা মাধ্যমিকশিক্ষা অফিসার মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন।
জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র‌্যালিটি শহর প্রদক্ষিণ কওে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এর আগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। মেহেরপুর পাবলিক লাইব্রেরী মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজারে এসে শেষ হয়।
একইভাবে গাংনী উপজেলাতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করা হয়েছে। গাংনী উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় গাংনী পাইলট সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমসহ উপজেলার বিভিন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।