ঢাকাMonday , 16 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ছাত্রের মৃত্যু

Mahamudul Hasan Babu
June 16, 2025 4:08 pm
Link Copied!

মোঃ তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুতায়িত আরাফ হোসেন (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আরাফ মদনপুর গ্রামের মাহফুজুর রহমান বাবুর মেজো ছেলে। সে আমতলী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।আরাফের চাচা আইনুল হক জানান, ঘরের বেড সুইচের তারে হাত দিলে আরাফ বিদ্যুতায়িত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবী হোসেন বলেন, আরাফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব বলেন, ‘আরাফ মেধাবী ও বিনয়ী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টায় জানাজা শেষে আরাফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।