এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ঐতিহাসিক ১৭০ তম সিঁদু-কানু সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০শে জুন সোমবার বিকালে উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নের রাজা চনকালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাজারামপুর শালতলা আদিবাসী মাঞ্জিহী পরিষদের আয়োজনে ও শালতলা যুব সংঘের পৃষ্ঠপোষকতায় দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু।
শালতলা আদিবাসী পরিষদের মাঞ্জিহী হারাম (সভা প্রধান) ধুলু টুডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা শাখার আদিবাসী মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক মানিক মরমু, ১ নং আজিমপুর ইউনিয়ন বিএনপি নেতা এম এ রাসেল, মিজানুর রহমান, ১২ নং রাজারামপুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জওই এর সমন্বয়কারী অফিসার মতিউর রহমান এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর গ্রাম সহায়ক আফরোজা বেগম। এছাড়া প্রমূখও বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।