ঢাকাWednesday , 2 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

Mahamudul Hasan Babu
July 2, 2025 2:35 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় পৌর সদরের ভাসাইনগর গ্রাম থেকে ২৯পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রাশেদ ইসলাম ওরফে সমারু (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এসআই তপন কুমার রায়, বাপী কুমার এএসআই বিবেকানন্দ সিংহ সহ সহ পুলিশের একটি দল তার বাড়ীতে অভিযান চালিতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে।

আটককৃত রাশেদ ইসলাম ওরফে সমারু পৌর সদরের ভাসাইনগর গ্রামের মৃত সুরুজ আলী পুত্র।

বোদা থানার ওসি আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করার সময় তার নিজ বাড়ী থেকে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনের সময় তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। বোদা থানা পুলিশ মাদক ও চোরাকারবারী রোধে সোচ্ছার রয়েছে এবং বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।