ঢাকাWednesday , 2 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চ্যালেঞ্জের মুখে চট্টগ্রাম ওয়াসায় ৩ হাজার ৮০৮ কোটি টাকার স্যুয়ারেজ প্রকল্প

Mahamudul Hasan Babu
July 2, 2025 2:36 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চ্যালেঞ্জের মুখে পড়েছে চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ (পয়োনিষ্কাশন) প্রকল্প। প্রকল্পটি শুরু থেকেই ব্যাপক অনিয়ম, দূনীতি এমনকী ওয়াসা ভবনে পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটিয়ে নথি গায়েব এবং সাবেক এমডির স্বজনপ্রীতি ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রকল্পের পরিচালক করার অভিযোগসহ একাধিক কারণে প্রকল্পটির অভিষ্যত অনিশ্চিত হয়ে উঠেছে। এসব অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ওয়াসার সাবেক এমডি ফজলুল্লাহকে গত বছরের শেষ দিকে অপসারণ করে এই পদে সাময়িকভাবে স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া চলতি বছরের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম ওয়াসায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেন। এই স্যুয়ারেজ প্রকল্পে ৩ হাজার ৮০৮ কোটি টাকার অনিয়ম এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহের আমলের অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে অভিযান চালানো হয়।
ওয়াসা সূত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ওয়াসার প্রথম স্যুয়ারেজ প্রকল্পের কাজ শুরু হয়। বাংলাদেশ দেশ সরকারের অর্থায়নে প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৮০৮ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। ইতোমধ্যে প্রকল্পের কাজ ৬৫ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে দুইভাগে চলছে প্রকল্পের কাজ। একটি হচ্ছে পাইপলাইন বসানো এবং অপরটি হালিশহরে ট্রিটমেন্ট নির্মাণ।
এর আগে নগরবাসীকে দূষণ থেকে রক্ষায় ২০১৮ সালে পয়োনিষ্কাশন প্রকল্প হাতে নিয়েছিল চট্টগ্রাম ওয়াসা। ‘চট্টগ্রাম মহানগরের পয়োনিষ্কাশনব্যবস্থা স্থাপন’- শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। প্রকল্পের নির্মাণকাজ শুরু হয় প্রায় তিন বছর পর। ফলে, দুই দফা মেয়াদ বাড়ানোর পরও প্রায় অনেক কাজ বাকি।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে প্রকল্পটির কাজ একেবারে ধীর গতিতে চলছে। প্রল্পটি একাধিক চ্যালেঞ্জে থমকে যাওয়ার শঙ্কা রয়েছে। প্রকল্পে দূর্নীতি, প্রকল্পের অধীনে ৬ থেকে ১৪ মিটার গভীরে পয়োপাইপলাইন বসানোর ক্ষেত্রে নিম্নাঞ্চলে মাটির অবস্থা ভালো না হওয়াসহ একাধিক কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। স্যুয়ারেজ প্রকল্পের জন্য গত অর্থ বছরে ওয়াসা থেকে চাহিদা দেওয়া হয়েছিল ১৩০০ কোটি টাকা। কিন্তু বরাদ্দ মিলেছিল মাত্র ৫৪৮ কোটি টাকা। যা চাহিদার মাত্র ৪২ শতাংশ। এ কারণে কাজের স্বাভাবিক গতি ঠিক রাখার পরিকল্পনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
ওয়াসা সূত্র জানায়, বর্তমানে দুইভাগে চলছে প্রকল্পের কাজ। একটি হচ্ছে পাইপলাইন বসানো এবং অপরটি হালিশহরে ট্রিটমেন্ট নির্মাণ। প্রকল্পের অধীনে সবমিলে পয়োপাইপলাইন বসানো হবে ২০০ কিলোমিটার। এর মধ্যে ১৮০ কিলোমিটার অগভীর পাইপলাইন। এসব পাইপলাইন সর্বোচ্চ ৪ মিটার মাটির গভীরে বসানো হচ্ছে। অপর ২০ কিলোমিটার পাইপলাইন বসানো হচ্ছে সর্বনিম্ন ৬ মিটার থেকে সর্বোচ্চ ১৪ মিটার মাটির গভীরে। প্রকল্পের অধীনে বর্তমানে গভীরে পাইপলাইন বসানো হয়েছে দুই কিলোমিটার। অপরদিকে হালিশহরে প্রকল্প এলাকায় পয়োশোধনাগার, ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট (মানুষের মল পরিশোধনাগার) প্ল্যান্ট নির্মাণের কাজও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে চলতি বছরে দুদকের অভিযানকালে প্রকল্পটির ট্রিটমেন্ট প্ল্যান্টে ফাটল দেখতে পান। মূলত প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ২০২০ সালে ওয়াসা ভবনে পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটিয়ে নথি গায়েব এবং সাবেক এমডির স্বজনপ্রীতি ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রকল্পের পরিচালক করার অভিযোগ তদন্তে যান তারা। প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে ফাটল দেখা দিয়েছে। সেখানে নির্মাণসামগ্রী ব্যবহারে অনিয়ম অর্থাৎ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এ ধরনের অভিযোগ ছিল।
জানা গেছে, ২০২০ সালে ওয়াসা ভবনের তৃতীয় তলায় ঘটা অগ্নিকাণ্ডটি সাজানো ছিল বলে অভিযোগ ছিল। ওই ঘটনার তদন্ত প্রতিবেদন নেন দুদক। সাবেক এমডির ভাগিনা সরোয়ার জাহানের স্ত্রী কনস্যাল্টেন্ট ফার্মে চাকরি নিয়েছিলেন। এছাড়া, জুনিয়র কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।