ঢাকাWednesday , 2 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অর্ধ কোটি টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ব্যবসায়ী গ্রেফতার

Mahamudul Hasan Babu
July 2, 2025 2:42 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকার একটি বহুতল ভবন থেকে রাজস্ব ফাঁকির অভিযোগে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ এক ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গ্রেফতার মিজান খাঁন (৩১) সন্দ্বীপের আমানউল্লাহ আকবর হাট এলাকার জামশেদ খানের ছেলে। মঙ্গলবার রাত ১০টায় নগরীর হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাসায় অবৈধভাবে ভিওআইপি সরঞ্জমাদি হেফাজতে রেখে ব্যবসা চালানোর অভিযোগ পেয়ে এনটিএমসির কর্তৃক কারিগরী সহায়তা এবং বিটিআরসির কর্মকর্তাগণসহ রাত ১০টায় অভিযান চালায়। এসময় মিজান খাঁন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত ১২৮ পোর্টের কালো রংয়ের সিম বক্স ৯টি, ২৫৬ পোর্টের কালো রংয়ের সিম বক্স ২৩টি, ৫১২ পোর্টের কালো রংয়ের সিম বক্স ১টি, ১৬ পোর্টের কালো রংয়ের সিম বক্স ১টি, ৮ পোর্টের কালো রংয়ের সিম বক্স ১টি, ডেল মনিটর, রবি সিম ২১০০টি, গ্রামীন সিম ১৩টি, টেলিটক সিম ১৯,১৮৩টি, বাংলালিংক সিম ৪টিসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অবৈধ ভিওআইপি সরঞ্জমাদি উদ্ধার অভিযান পরিচালনায় এনটিএমসি কর্তৃক কারিগরী সহায়তা এবং প্রদান করা হয়। উদ্ধার অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
র‌্যাব আরও জানায়, ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ বিটিআরসির লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপর করে অবৈধভাবে টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনা করে আসছে। অবৈধভাবে সফটওয়্যার ভিত্তিক সুইচের মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করে আর্ন্তজাতিক কল রাউট করে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির মাধ্যমে টেলিযোগাযোগ সেবা প্রদানে রাজস্ব ফাঁকি দিয়ে যান্ত্রিক, ভার্চুয়াল এবং সফটওয়্যার ভিত্তিক কৌশল অবলম্বন করে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে রাষ্ট্রের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।