ঢাকাThursday , 3 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে : ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
July 3, 2025 2:14 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে দাবী করেছেন বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে সুপরিকল্পিভাবে নির্বাচন বানচাল করার জন্য কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আজ দুপুরে দেবীগঞ্জ উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসিবে প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সংখ্যানুপাতি পদ্ধতিতে জাতীয় নির্বাচন হলে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারবে না। বাংলাদেশর মানুষ সংখ্যানুপাতি নির্বাচন দেখে নাই ও জানে না। সেক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশা ও তাদের বিভিন্ন সমস্যায় জনপ্রতিনিধিরা এগিয়ে আসেন তারা সেই প্রতিশ্রুতি পাবে না।

বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আরো বলেন,  জেলা, উপজেলা সহ প্রতিটি ইউনিয়ের সকল নেতৃবৃন্দকে দায়িত্ব নিতে হবে। কোন বির্তকিত বা অগ্রহনযোগ্য ব্যক্তিকে দলের সদস্য করা যাবে না।

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এইচ এম তবারক হ্যাপির সঞ্চলনায় উদ্বোধক হিসিবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, আশরাফুল আলম সোহেল ও উপজেলা, পৌর বিএনপির নেতৃবৃন্দ।