চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বায়েজিদ থেকে কুয়াইশ সড়ক সম্প্রসারণ করে চার লেন থেকে ছয় লেনে উন্নিত করা হবে। একই সাথে হবে উড়াল সেতুও(ফ্লাইওভার)। এদিকে সড়টি সম্প্রসারণের আওতায় দীর্ঘ আট বছর পর নতুন উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। নগরীর অক্সিজেন মোড় এলাকায় এই উড়াল সেতু নির্মাণ করা হবে। সেতুৃটিতে উঠা-নামার জন্য থাকবে সাতটি পথ। বর্তমানে প্রকল্পটির ডিজাইনের কাজ চলছে। ফ্লাইওভার নির্মাণ ও সড়ক সম্প্রসারণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা।
চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, নগরীর অক্সিজেন মোড় এলাকার যানজট কমাতে সেখানে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অক্সিজেন থেকে কুয়াইশ পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করে ছয় লেন করা হবে। জনগুরুত্বের কথা বিবেচনা করে এই প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রকল্পের ডিটেইল প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) তৈরির কাজ চলমান রয়েছে।
চউক সূত্রে জানা গেছে, বায়েজিদ মোড় থেকে উড়াল সেতুর একটি র্যাম্প হাটহাজারী সড়ক ও আরেকটি র্যাম্প কুয়াইশ সড়কের দিকে যাবে। হাটহাজারী সড়ক থেকে উড়াল সেতুর একটি র্যাম্প বায়েজিদ ও আরেকটি র্যাম্প মুরাদপুরের দিকে যাবে। কুয়াইশ থেকে একটি র্যাম্প বায়েজিদের দিকে যাবে।
জানা গেছে, অক্সিজেন মোড় হচ্ছে উত্তর চট্টগ্রাম থেকে নগরীতে প্রবেশের অন্যতম পথ। যানবাহনের চাপের কারণে এই মোড়ে প্রায় সময় যানজট লেগে থাকে। ফ্লাইওভার নির্মাণ এবং অক্সিজেন কুয়াইশ সড়ক সম্প্রারণ করা হলে উত্তর চট্টগ্রামসহ পার্বত্য চট্টগ্রামে যাতায়াতের পথ সহজ হবে। এছাড়াও অক্সিজেন মোড়ের দীর্ঘ যানজট থেকে রক্ষা পাবেন যাতায়াতকারীরা।
প্রকল্প সূত্রে জানা যায়, অক্সিজেন-কুয়াইশ সড়কটি প্রাইমারি সড়ক হিসেবে রয়েছে মাস্টারপ্ল্যানে। প্রায় সাড়ে ৫ কিলোমিটার সড়কটির বর্তমানে কোথাও কোথও ৪০ থেকে ৬০ ফিট পর্যন্ত রয়েছে। যেটাকে ৯০ ফিট এবং ছয় লেনে উন্নিত করা হবে। মূল সড়কটি হবে সাড়ে পাঁচ কিলোমিটারের মত এবং ফ্লাইওভারসহ সড়কটি প্রায় সাড়ে ৭ কিলোমিটার হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ এবং সড়ক ও জনপদ বিভাগের সাথে সমন্বয় করেই এই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। বর্তমানে প্রকল্পটির ডিটেইল প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) তৈরির কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা।