ঢাকাFriday , 4 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

২৪ এর আন্দোলনের মাষ্টারমাইন্ড তারেক রহমান : ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
July 4, 2025 3:01 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ২৪ এর আন্দোলনের মাষ্টার মাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

আজ বিকেলে বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসিবে প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, এদেশের মানুষের সাথে থেকে আন্দোলনের মাষ্টার মাইন্ড হয়ে সঠিক নেতৃত্বে দিয়েছেন তারেক রহমান। বিএনপি কখনোও ভুল রাজনীতি করে না। বিএনপির বাংলাদেশের মানুষের সাথে ছিলো। ক্ষমতার লোভে বিএনপি কোন দেশীয় বা বিদেশী শক্তির কাছে দেশ বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করে নাই। বিএনপির রাজনীতি বাংলাদেশর মানুষের কল্যাণের জন্য।

বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আরো বলেন,  বিএনপির জনপ্রিয়তা দেখে নির্বাচন পেছানোর জন্য কিছু কিছু দল পায়তারা করছে।  সংখ্যানুপাতি পদ্ধতিতে সহ বিভিন্ন পদ্ধততে নির্বাচনের জন্য দাবী করছে।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, আরিফুর রহমান সহ উপজেলা, পৌর বিএনপির নেতৃবৃন্দ।