মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে বড় ফলিয়া গ্রামে জমিজমা নিয়ে বিবদমান দু দলের সংঘর্ষে সোহেল রানা (২২) নামের ১ যুবক প্রান হারিয়েছে। সে উক্ত গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে মোজাম্মেল হক এর ছেলে। পুলিশ জানায়,৩০ জুন মদনখালি ইউনিয়নের বড় ফলিয়া গ্রামের গেন্দা শেখের পুত্র শহিদুল ইসলাম পৈতৃক সূত্রে প্রাাপ্ত জমিতে কলা রোপন করে। পরে সেই কলা পরিপক্ক হলে, সহিদুলের প্রতিপক্ষ একই গ্রাামের মোজাম্মেল হকের পুত্র মনিরুল ইসলাম কলা কাটতে আসে। এ সময় সোহেল রানাগংরা বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।