ঢাকাSaturday , 5 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে কমিউনিস্ট পাটির্’র শোক সভা পালিত

Mahamudul Hasan Babu
July 5, 2025 3:50 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) শোক সভা পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পীরগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে কমিউনিস্ট পার্টির উপজেলা কমিটির সাধারন সম্পাদক, রংপুর আইনজীবি সমিতির সাবেক ধর্মীয় কল্যাণ সম্পাদক এ্যাডভোকেট আবু সুফিয়ান হিরু মৃত্যুতে এ সভা পালন করে।
অ্যাডভোকেট কাজী লুমুম্বা লমুর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর সঞ্চালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রংপুর জেলা সাধারণ সম্পাদক আব্দুল কাফি সরকার, জেলা কৃষক সমিতি’র সভাপতি আমজাদ হোসেন , কমরেড অধ্যাপক কামরুজ্জামান , কবি সাংবাদিক সুলতান আহমেদ সোনা, আশরাফুজ্জামান পলাশ, আবু সুফিয়ান হিরুর চাচা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবেদ আলী প্রধান, জাসদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, আবু সুফিয়ান হিরুর সহধমির্নী মোর্শেদা বেগম, পৌর বিএনপি সাবেক সভাপতি নশহিদুল ইসলাম সেবু, পৌর বিএনপি সভাপতি সাইফুল আজাদ, নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান, নাগরিক কমিটির সভাপতি হাজী এনামুল হক, সাবেক ছাত্রনেতা মাদারগঞ্জ কলেজ শিক্ষক আতাউর রহমান, প্রমূখ। বক্তারা আবু সুফিয়াান হিরুর জীবনের নানাদিক উল্লেখ করে বলেন; অ্যাডভোকেট আবু সুফিয়ান হিরু শুধু সামাজিক মানুষ হিসেবেই ছিলেন না, তিনি ছিলেন সামাজিক শিক্ষক। তাঁর ভাবনার বিষয়েই ছিলো সমাজের সর্বস্তরের মানুষকে ঘিরে। মেহনতি, নিপীড়িত মানুষের তিনি ছিলেন দিকদর্শক। রাজনীতির মাঠে ন্যায়ের স্বপক্ষে তিনি ছিলেন আপোসহীন। কৃষক, শ্রমিকের ন্যায্য অধিকারের সভা-সমাবেশে তাঁর উদ্ধত মাইক্রোফোন এবং শোøগানে শ্লোগানে প্রকম্পিত রাজপথে তিনি ছিলেন অগ্রসৈনিক। পঞ্চাশোর্ধ বয়সেও তাঁর লড়াকু বর্ষিয়ান বক্তব্য বহুদিন স্মরণে রাখবে পীরগঞ্জের মানুষ। তিনি শুধু রাজনীতিতে অধিকার আদায়ের সংগ্রামেই করেননি। মানুষের কল্যাণে মানবসেবার মত মহান ব্রত নিয়ে কাজ করেছেন আমৃত্যু। বন্যার্থের ত্রাণ, শীতবস্ত্র বিতরণ, ফ্রি অব কস্টে আইন সহায়তা, হতদরিদ্রদের ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা, দুস্থদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করা এমন বহু কাজ করে গেছেন নিরবে নিভৃতে। তিনি একজন প্রগতিশীল সমাজসেবক বিজ্ঞ আইনজীবী, এবং একজন সৃষ্টিশীল মানুষ ছিলেন।