ঢাকাSaturday , 5 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মা-ছেলে গ্রেফতার

Mahamudul Hasan Babu
July 5, 2025 4:10 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মা এবং ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন বড় কবরস্থান এবং কর্ণফুলী থানাধীন কালারপোল এলাকা থেকে তাদের গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন, বাকলিয়া চাক্তাই ঝর্ণা মার্কেট এলাকার মৃত মো. ইলিয়াসের ছেলে মো. আইয়ুব (৩৫) এবং তার মা জোহরা খাতুন (৫৮)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মা এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়।