ঢাকাSaturday , 5 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যান্ত্রিক ত্রুটি: শাহ আমানত বিমানবন্দরে রানওয়ের কার্যক্রম দুই ঘণ্টা বন্ধ

Mahamudul Hasan Babu
July 5, 2025 4:13 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: সৌদি আরবের মদিনা থেকে হজযাত্রী নিয়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পরমুহুর্তে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। তবে যাত্রীরা সবাই নিরাপদে ছিলেন। শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৪৮) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমান ওঠানামাসহ বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলীল জানান, ফ্লাইটটি অবতরণের পরমুহুর্তেই রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে আটকে যায়। তবে যান্ত্রিক ত্রুটি সারানোর পর ফ্লাইটটিকে সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে অ্যাপ্রোনে সরিয়ে নেয়া হয়। সকাল সাড়ে ১১টার পর রানওয়ের কার্যক্রম আবারও সচল হয়। খলীল আরও জানাান, ওই ফ্লাইটে মোট ৩৮৭ জন হজযাত্রী ছিলেন। সেটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়লেও এর আগেই যাত্রীরা নিরাপদে বের হতে সক্ষম হন।