ঢাকাSunday , 6 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে উল্টোরথের মধ্য দিয়ে শেষ হলো  রথযাত্রার আনুষ্ঠানিকতা।

Mahamudul Hasan Babu
July 6, 2025 4:53 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:রথযাত্রার পরিক্রমা শেষে শনিবার বিকেলে উল্টোরথের মধ্য দিয়ে শেষ হলো শ্রীজগন্নাথদেবের রথযাত্রার আনুষ্ঠানিকতা। এই দিন জগন্নাথদেব মাসির বাড়ি থেকে ফিরে আসেন নিজের মন্দিরে। তাঁর সঙ্গে বলরাম ও সুভদ্রাও একইভাবে ফিরে আসেন। জগন্নাথের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই পালন করা হয় উল্টোরথযাত্রা, যা হেরাপঞ্চমী ও মূল রথযাত্রার মতোই গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব।

এ বছর উল্টোরথের তিথি ছিল শনিবার বিকেলে। প্রতিবছরের মতো এবারও মেহেরপুরে ইসকন এবং নায়েববাড়ি মন্দিরের উদ্যোগে পৃথক পৃথকভাবে উল্টো রথযাত্রার আয়োজন করা হয়।বিকেলে মেহেরপুর শহরের শ্রীশ্রী হরিভক্তি প্রদয়িনী পূজা মন্দির থেকে ইসকনের উল্টোরথ যাত্রা শুরু হয়। কিছুক্ষণ পর নায়েববাড়ি মন্দির থেকেও আরেকটি উল্টোরথযাত্রা বের হয়। দুটি রথযাত্রাই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এরপর নিজ নিজ মন্দিরে ফিরে এসে শেষ হয়।

উল্লেখ্য, গত ২৭ জুন মেহেরপুরে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবারের রথযাত্রা ও উল্টোরথ।